Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ২১:০১

ঢাকা: খুলনা সিটি কর্পোরেশনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট পেয়েছেন। সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন। সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক ৯৪ হাজার ৭৪১ ভোটে ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/জিএস/আইই

তালুকদার আব্দুল খালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর