বনানীতে অভিজাত হোটেল, ডিএনসিসিকে হিস্যা বুঝে নেওয়ার নির্দেশ
১২ জুন ২০২৩ ২১:১২
ঢাকা: রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের (ডিএনসিসি) জায়গায় বহুতল ভবন নির্মাণ করে অভিজাত হোটেল বানানো হয়েছে, চুক্তি অনুযায়ী উত্তর সিটি করপোরেশনকে তার হিস্যা বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। আর ভবনের মালিক বোরাক রিয়েল এস্টেটের পক্ষে ছিলেন আইনজীবী রমজান আলী শিকদার ও আবু তালেব।
এর আগে গতকাল ১১ জুন রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বোরাক রিয়েল স্টেট প্রাইভেট লিমিটেডকে বিবাদী করা হয়।
এর আগে গত ১ জুন একটি সংবাদ মাধ্যমে ‘সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়।
এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আইনজীবী সায়েদুল হক সুমন দুদকে একটি আবেদন দেন। তাতে সাড়া না পেয়ে এই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন।
সারাবাংলা/কেআইএফ/একে