বাপা থেকে সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরীসহ ৭ জনের পদত্যাগ
১২ জুন ২০২৩ ২১:২৮
ঢাকা: অভ্যন্তরীণ নানা সংকটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সভাপতি সুলতানা কামাল, সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ সাতজন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী অন্যরা হলেন সংগঠনের নির্বাহী সহ-সভাপতি ডা. মো. আব্দুল মতিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদা আখতার ও আব্দুল কাদের এবং বাপার কক্সবাজার জেলা সভাপতি সাংবাদিক ফজুলল কাদের চৌধুরী।
সংগঠনে পদত্যাগপত্র জমা দেওয়া সাধারণ সম্পাদক শরীফ জামিল সোমবার (১২ জুন) এ তথ্য জানিয়েছেন।
সুলতানা কামাল গত ৯ জুন রাতে, শরীফ জামিল ১০ জুন দুপুরে এবং একইদিন সন্ধ্যায় রাশেদা কে চৌধুরীসহ অন্যরা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের জন্য তারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
সুলতানা কামাল জানিয়েছেন, তিনি বছরের একটা সময় দেশের বাইরে থাকেন। তাই ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করতে পারছেন না।
এদিকে শরীফ জামিল বলেন, ‘২০২১ সালে এ কমিটির মেয়াদ শেষ হয়। আমরা চেয়েছিলাম সাধারণ সভা করে নতুন কমিটির কাছে দায়িত্ব দিয়ে যেতে। এরকম পরিস্থিতি হবে ভাবিনি।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে আরও আগেই পদ ছাড়তে চেয়েছিলাম। আমার স্ত্রী অসুস্থ, তাকে সময় দেওয়া প্রয়োজন।’
২০২১ সালের জুনে মেয়াদ শেষ হওয়া বাপার কমিটিতে আছেন ৫২ জন। ২০১৯ সালের ১৬ নভেম্বর ওই কমিটি গঠন হয়।
সারাবাংলা/আরএফ/একে