Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১১:১৬ | আপডেট: ১৩ জুন ২০২৩ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২২ সালের হিসাবে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২.৪ বছর, ২০২১ সালে যা ছিলো ৭২.৩ বছর।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে এসব তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ৭০.৮ বছর এবং মহিলাদের ৭৪.২ বছর।

প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে আজ যে শিশু জন্মেছে সে ওই সময় পর্যন্ত গড় আয়ু পাবে। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে আয়ুর প্রত্যাশিত গড় আরও বেশি ছিল। ওই বছর গড় আয়ু দাঁড়িয়েছিল ৭২.৮ বছর। এর আগে ২০১৯ সালে ছিল ৭২.৬ বছর এবং ২০১৮ সালে ছিল ৭২.৩ বছর।

বিজ্ঞাপন

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

সারাবাংলা/জেজে/এমও

গড় আয়ু দেশের মানুষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর