Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১১:২৫

খুলনা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ও অসমর্থিত সূত্রে ৩১টি কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম জানা গেছে।

সোমবার (১২ জুন) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া যায়।

বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মো. মিনা শাহাদাত, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫ নম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে শেখ শামসুদ্দীন আহমেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডে মো. খালিদ আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডে মো. সাহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে এমডি মাহ্ফুজুর রহমান লিটন, ১০ নম্বর ওয়ার্ডে মো. শরীফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বর ওয়ার্ডে মো. নাইমুল ইসলাম খালেদ, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম, ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বর ওয়ার্ডে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে এস এম আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বর ওয়ার্ডে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৮ নম্বর ওয়ার্ডে এস এম রাজুল হাসান রাজু, ১৯ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বর ওয়ার্ডে শেখ মো. গাউসুল আজম, ২১ নম্বর ওয়ার্ডে ইমরুল হাসান, ২২ নম্বর ওয়ার্ডে কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বর ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বর ওয়ার্ডে জেডএ মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বর ওয়ার্ডে মো. আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে গোলাম মওলা শানু মোল্লা, ২৭ নম্বর ওয়ার্ডে এস এম রফিউদ্দিন আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ডে মো. জিয়াউল আহসান টিটু, ২৯ নম্বর ওয়ার্ডে ফকির মো. সাইফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে এস এম মোজাফ্ফর রশিদী রেজা এবং ৩১ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন মিঠু।

প্রসঙ্গত, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সারাবাংলা/ইআ

খুলনা সিটি করপোরেশন নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর