Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১৯:৫৮

ঢাকা: ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিনদিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।

মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।’

কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সারাবাংলা/একে

ঈদুল আজহা ঈদের ছুটি টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর