Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার হজযাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ১০:১৪

ঢাকা: মঙ্গলবার (১৪ জুন) পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৯ হাজার ৬৫৮ জন সৌদি আরবে গিয়েছেন।

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও তিন জন নারী।হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাওয়ার কথা ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু অতিরিক্ত ব্যয়ের কারণে পাঁচ বার নিবন্ধনের সময় বাড়িয়েও কোটা পূরন করা যায়নি।

এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ ফ্লাইট শুরু হয়েছে গত ২১ মে থেকে। শেষ হজ ফ্লাইট পরিচালিত হবে ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

সারাবাংলা/জেআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর