Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশখালীতে হচ্ছে দেশের তৃতীয় এলএনজি টার্মিনাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ১৫:১৬ | আপডেট: ১৪ জুন ২০২৩ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টার্মিনালের সক্ষমতা হবে ৬০০ এমএমসিএফ। সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড ভাসমান এলএনজি টার্মিনালটি স্থাপন করবে।

বুধবার (১৪ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশে দু’টি এলএনজি টার্মিনাল রয়েছে। মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুটি টার্মিনাল নির্মাণ করে যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জি এবং সামিট গ্রুপ।

সারাবাংলা/জিএস/এনএস

এলএনজি টার্মিনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর