Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলারুশে পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩ ১৬:১৮

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাশিয়ার পাঠানো কিছু পারমাণবিক অস্ত্র ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলা বোমার চেয়ে অন্তত তিনগুণ বেশি শক্তিশালী।

সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই প্রথম রাশিয়া যুদ্ধক্ষেত্র ব্যবহার করা যায় এমন পারমাণবিক অস্ত্র অন্য দেশে মোতায়েন করছে।

বিজ্ঞাপন

লুকাশেঙ্কো রুশ টেলিভিশন চ্যানেল রসিয়া-১ এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। বোমাগুলো হিরোশিমা এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমের তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কৌশলগত এসব পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই থাকবে।এর আগে গত মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় রাশিয়া।

সারাবাংলা/আইই

অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো টপ নিউজ বেলারুশ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর