মানিকগঞ্জ: মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. তরিকুল ইসলাম তারেক (২৮) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক। একইসঙ্গে তার ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামে। তরিকুল এই গ্রামের আজমত আলীর ছেলে।
জানা যায়, ২০১৭ সালে একি উপজেলার কঞ্চন নগর গ্রামের মো. বাদশা দেওয়ানের মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন মো. তরিকুল ইসলাম। বিয়ের পর থেকেই তরিকুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিতেন। গত ২০ সালের মার্চ মাসের ৭ তারিখ সকালে গাছের মোটা ডাল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন তরিকুল। এতে ঘটনাস্থলেই মারা যান বৃষ্টি আক্তার।
ঘটনার দিনই বৃষ্টির মা রহিমা বেগম বাদি হয়ে মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগে সিংগাইর থানায় মামলা করেন। পরে এসআই আলমগীর হোসেন ২০২০ সালের জুন মাসের ২৭ তারিখ আদালতে এই মামলার চার্জশিট জমা দেন।
আদালতের ১২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুস সালাম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম শহিদ।