Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির বক্তব্যের প্রতিবাদে প্রতীকী দাফন কর্মসূচি পালন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ১৮:৪৩

ঢাকা: সিইসির ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে প্রতীকী দাফন কর্মসূচি পালন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সানমে এ প্রতীকী দাফন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা কুক্ষিগত করতে বারবার পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছে, যারা ইনিয়ে-বিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচন আয়োজন করে চলছে।’

তিনি বলেন, ‘‘তিনি কি ইন্তেকাল করেছেন?” শায়েখে চরমোনাইকে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সঙ্গে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। ইতোমধ্যে সিইসি’র এমন বক্তব্যেকে সচেতনমহল পাগলের প্রলাপ বলে অবিহিত করেছেন।’

শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘বর্তমান ছাত্রলীগ বিগত সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসে সকল অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে যার বাস্তব প্রমাণ বরিশাল সিটি নির্বাচন। হাজার হাজার বহিরাগত এনে সন্ত্রাসী কায়দায় নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে। বাংলাদেশের আদর্শিক রাজনীতি চর্চায় হুমকি হিসেবে কাজ করছে ছাত্রলীগ।’

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইউসুফ পিয়াসের সভাপতিত্বে ও মহানগর উত্তর শাখার সভাপতি মাইদুল হাসান সিয়াম এর সঞ্চালনায় প্রতীকী দাফন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দফতর সম্পাদক শিব্বির আহমাদ, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/ এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর