Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনলাইনে দেশবিরোধী অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ১৯:৩৪

ঢাকা: অনলাইনে দেশবিরোধী অপপ্রচার, জুয়াসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

এসময় কমিটির পক্ষ থেকে সাইবার ক্রাইমবিরোধী অভিযান জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ।

বিজ্ঞাপন

বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ডোপ টেস্ট, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আওতাধীন ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ডোপ টেস্ট এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (পার্বত্য জেলাসমূহ) গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া অনলাইনে জুয়া, সামাজিক মিডিয়া ফেসবুকে দেশবিরোধী অপপ্রচারসহ নানাবিধ ক্রাইম কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। কমিটির দ্বিতীয় রিপোর্ট চলতি অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

অনলাইন দেশবিরোধী অপপ্রচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর