যাত্রীবাহী বাসে দেড় কেজি হেরোইন
১৪ জুন ২০২৩ ২৩:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
বুধবার (১৪ জুন) রাতে নগরীর এ কে খান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘শ্যামলী পরিবহনের’ একটি বাসে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক অভিযানে নেতৃত্ব দেন।
জানতে চাইলে উমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চট্টগ্রামের ফৌজদারহাট থেকে এ কে খান এলাকায় বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ গঠিত টাস্কফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করি। পরে শ্যামলী পরিবহনের একটি বাসে যাত্রীদের বিভিন্ন মালামাল তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে আট প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন প্রায় দেড় কেজি।’
তিনি আরও বলেন, ‘বাসটি গাজীপুর হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে আসছিল। যেহেতু মাদকগুলো কোনো সিটে পাইনি তাই কাউকে গ্রেফতার করা যায়নি। জিজ্ঞাসাবাদের পরও গাড়িতে থাকা যাত্রীদের কেউ হেরোইনের বিষয়ে স্বীকার করেননি। বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’
সারাবাংলা/আইসি/পিটিএম