Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ০৯:১০

ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মিয়া (৭৬) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রোকনুজ্জামান জানান, ওই ব্যক্তি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম আব্দুল মান্নান মিয়া ওরফে মনি মিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

গত ১০ এপ্রিল যুদ্ধাপরাধী নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করে ডিএমপি সিটিটিসি’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে।

সারাবাংলা/এসএসআর/ এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর