Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৫:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কলেজের সামনে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চকবাজার থানায় মামলাটি করেন চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ কর্মী সাফায়েত রাজু।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনজুর কাদের সারাবাংলাকে বলেন, ‘গতকাল (বুধবার) বিএনপির সমাবেশে যাওয়ার সময় ছাত্রলীগ ও ছাত্রদল, যুবদলসহ বিএনপির অন্যন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে ছাত্রলীগ কর্মী সাফায়েত রাজু সারাবাংলাকে বলেন, ‘যুবদল-ছাত্রদলের মিছিল আমাদের কলেজে সামনে যাবার সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরূচিপূর্ণ স্লোগান দিতে থাকে। তখন আমরা আমাদের জায়গা থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকি।’

‘এক পর্যায়ে তারা আমাদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এতে ছাত্রলীগের দুই নেতাসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় চকবাজার থানায় ৬১ জনের নাম উল্লেখ করে ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছি। এর মধ্যে বশির নামে এক যুবদল নেতাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে।’

প্রসঙ্গত, নগরীর কাজীর দেউড়ির মোড়ে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ মিছিল নিয়ে যাওয়ার পথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

একই মিছিল থেকে জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ অন্তত ৫০টি চিত্রকর্ম ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুর চলাকালে জামালখান থেকে আসকার দিঘীর পাড় হয়ে কাজীর দেউড়িতে সমাবেশস্থলের আগ পর্যন্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর