Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ০৮:২৭

চট্টগ্রাম ব্যুরো: স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় রুখে দেওয়ার আহবান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন আঙ্গিকে সরব হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বাঙ্গালি জাতির জীবনে শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা। আর জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সবচেয়ে কলঙ্কিত ঘটনা। জাতির জনকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অশুভ চক্র মুক্তিযুদ্ধের রক্তে রঞ্জিত সব অর্জন লুণ্ঠন ও ইতিহাসের যাত্রাপথ রুদ্ধ করেছে।’

‘মুক্তিযোদ্ধাদের অপমানিত ও মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের পরিকল্পিত পুনর্বাসন করা হয়েছিলো। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি আজও আবার নতুন আঙ্গিকে সরব হয়েছে। এই অপশক্তিকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় রুখে দাঁড়াতে হবে।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ‘তথাকথিত তারুণ্যের সমাবেশের নামে চট্টগ্রামে যারা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করেছে সেই সব বিপদগামী তরুণ যুবকদের পেছনের মদদদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। অনেক ছাড় দেওয়া হয়েছে। এবার তাদের অপকর্ম জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

সংগঠনের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সংগঠক পলাশ বড়ুয়া এবং ফজলুল হক সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহানগর সেক্টর কমান্ডারস্ ফোরামের সভাপতি সরফরাজ খান চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও ফোরকান উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সম্মেলন উদ্বোধন করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবদুল মালেক খানকে সভাপতি, সাইফুন নাহার খুশিকে নির্বাহী সভাপতি ও পলাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সারাবাংলা/আইসি/ এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর