নাটোর: জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম মোস্তফা নাদিম হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে নির্যাতনের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান সাংবাদিকরা।
এতে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান, হালিম খান, শহিদুল সরকার, রনেন রায়, ফারাজি আহমেদ বাবান, ইসাহাক আলী, নাজমুল হাসানসহ অন্য সাংবাদিকরা।