Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: আনোয়ারুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৬:৩৩

সিলেট: সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (১৬ জুন) দুপুরে নগরীর আম্বরখানা, মনিপুরীপাড়া এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে সিলেটের সুরমা নদী খনন করা জরুরি। ইতিমধ্যে সিলেটে ড্রেজার চলে এসেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলে কাজ শুরু হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পরপরই সেই কাজ শুরু হবে।’

বিজ্ঞাপন

নির্বাচিত হলে নগরকে পরিকল্পিতভাবে সাজানোর কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এমও

আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর