Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচারের কারণেই সাংবাদিক নাদিম খুন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৬:৫৬

বরিশাল: ‘সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো প্রথিতযশা সাংবাদিককে প্রাণ দিতে হলো। নাদিমের অপরাধ তিনি ক্ষমতাসীন দলের এক চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন।’

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ ও মানববন্ধনে ব্ক্তারা এসব কথা বলেন। বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন বরিশালের সাংবাদিকেরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘আমরা তো জামালপুরের পুলিশের আচরণে হতবাক। যেখানে প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও ঘটনার সব আলামতে চেয়ারম্যান বাবুর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সেখানে এই পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যান বাবুকে গ্রেফতার করা হোক। সেইসঙ্গে ঘটনাস্থল জামালপুরের বকশিগঞ্জ থানার ওসির প্রত্যাহার চাই।’

সাংবাদিক নেতারা আরও বলেন, ‘সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন-বরিশালের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভসহ অনেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যার শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গত বুধবার রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে।

সারাবাংলা/এমও

অনিয়ম নাদিম খুন সাংবাদিক নাদিম

বিজ্ঞাপন

ওয়ালটন'এ কাজের সুযোগ
২৪ মে ২০২৫ ২০:২০

আরো

সম্পর্কিত খবর