Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশবিরোধী যেকোনো অপপ্রচারের বুদ্ধিবৃত্তিক জবাব দেবে ইআরডিএফবি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৯:৪৪

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপপ্রচারের বুদ্ধিবৃত্তিক জবাব দেবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)। ইআরডিএফবি চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদশের এগিয়ে যাওয়ার পথ দেখায়।’

শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) আয়োজনে ‘সমৃদ্ধ ও সুষম বাংলাদেশ নির্মাণ: বাজেট ২০২৩-২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য ও ইআরডিএফবি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বলেন, ‘ইআরডিএফবি প্রতিষ্ঠার আট মাসের মধ্যে আমরা পাঁচটি সেমিনার সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি। এই ফোরাম বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যারাই বাংলাদেশের সংবিধানের প্রতি অনুগত এবং ইতিবাচক বাংলাদেশকে অন্তরে ধারণ করেন তাদের জন্যই এই প্ল্যাটফর্ম।’

তিনি আরও বলেন, ‘ইআরডিএফবি অদম্য বাংলাদেশের অগ্রযাত্রার বাংলাদেশের কথা বলে, অসম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে। ইআরডিএফবি বাঙালি সংস্কৃতির কথা বলে; ইআরডিএফবি বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপপ্রচারের বুদ্ধিবৃত্তিক জবাব দেয়। ইআরডিএফবি চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদশের এগিয়ে যাওয়ার পথ দেখায়।’

বিজ্ঞাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. বদরুজ্জামান ভূঁইয়া সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আক্তার।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২০২২ সালের ১ অক্টোবর এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন নিয়ে সংগঠনটি কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে পাঁচটি সেমিনার সফলভাবে আয়োজন করেছে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ স্কিলড ম্যানপাওয়ার: বুয়েট ভিসি

সারাবাংলা/কেআইএফ/এমও

অপপ্রচার ইআরডিএফবি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর