Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ ঘিরে সিন্ডিকেট করলে ছাড় দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৯:৪৭

রংপুর: ঈদকে ঘিরে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রংপুরে দুদিনের সফরে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম কমতে শুরু করেছে। ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্যের দাম বাড়বে না। তবে ঈদকে ঘিরে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

দেশের বাজারে পেঁয়াজের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতীয় পেঁয়াজ যথেষ্ট পরিমাণে বাজারে ঢুকছে না। তবে খুব দ্রুতই পেঁয়াজের দাম কমে ৫০ থেকে ৫৫ টাকায় নেমে আসবে।’

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে দাম ১০ টাকা কমানো হয়েছে। যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছেন।’

তিনি বলেন, ‘আগামী জুলাই থেকে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেওয়া হবে।’

সারাবাংলা/একে

পেঁয়াজের দাম বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেট

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর