Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গায় বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ২১:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিএনপি বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

শুক্রবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা জীবন দিতে প্রস্তুত জানিয়ে অনুপম সেন বলেন, ‘বিশ্বনেতারা পরাশক্তি আমেরিকাকে নিয়ে কথা বলতে যেখানে সাহস করে না, সেখানে আমাদের প্রধানমন্ত্রী সাহস করে জাতীয় সংসদে বলছেন, কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব আমরা মেনে নেব না।’

তিনি বলেন, ‘আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশ। খাদ্য থাকলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা অদম্য জাতি। যে কোনো কিছুর বিনিময়ে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে গণরায় দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করে বিএনপিকে উচিত জবাব দেবে।’

নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছিল বিএনপির নেতা জিয়াউর রহমান। তারেক রহমান জাতির জনককে নিয়ে কটূক্তি করেছিল। কয়েকদিন আগে এক বিএনপি নেতা আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেয়। এখন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি রাষ্ট্রকে দিয়ে স্যাংশন দিয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন কোনো বিদেশি রাষ্ট্রের বশ্যতা আমরা মেনে নেব না। জামালখানের ভাঙচুরের ঘটনাকে ভিন্নপথে নিতে বিএনপি একটি প্রেসরিলিজ দিয়েছে।’

সাবেক ছাত্রলীগ নেতা শিবুপ্রসাদ চৌধুরী বলেন, ‘এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটলে এখন থেকে আর প্রতিবাদ প্রতিরোধ শান্তি মিছিল করব না, বিএনপি নেতাদের বাড়ি ঘরে সরাসরি হামলা করব।’

নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আকতার হোসেন সৌরভ, উজ্জ্বল কান্তি দাশ, মিঠুন বিশ্বাস, আবদুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, আরাফাত ফয়সাল, কুতুব উদ্দিন, আমজাদ চৌধুরী, সৌমিত বড়ুয়া, সাইফুল ইসলাম মারুফ, আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মাহমুদুল করিম, এম আর হৃদয়, শাহাজাদা চৌধুরী,মিজানুর রহমান রহিম, তানবীর মেহেদী মাসুদ, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামাম ইমু ও নোমান চৌধুরী রাকিন।

সারাবাংলা/আইসি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর