প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে: ড. সাজ্জাদ
১৬ জুন ২০২৩ ২২:০৭
ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একতাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই আমরা যেন পিছিয়ে না পড়ি, ষড়যন্ত্রের শিকার না হই— সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।’
শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) আয়োজনে ‘সমৃদ্ধ ও সুষম বাংলাদেশ নির্মাণ: বাজেট ২০২৩-২০২৪’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘’৭৫ পরবর্তী যে ষড়যন্ত্র হয়েছিল সেরকম ষড়যন্ত্রে আমরা যেন ডুবে না যাই, অপ্রচারে ডুবে না যাই। যে টেকনোলজির মাধ্যমে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ তৈরি করে দিয়েছেন সেই টেকনোলজির অপব্যবহারের মাধ্যমে আমরা যেন অপশক্তির দিকে এগিয়ে না যাই। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতিকে ধারণ করে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এমনভাবে এগিয়ে যেতে হবে যেন আগামী নির্বাচন পিছিয়ে না পড়ি এবং দেশ যেন পিছিয়ে না পড়ে। আমাদের অজর্নের কারণে দেশ আজ পৃথবীর রোল মডেলে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্র- বহি শক্তির শড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র যেন আমাদের পিছিয়ে দিতে না পারে সে জন্য তরুণদের সজাগ থাকতে হবে। এ জন্য গবেষক, শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’
ইআরডিএফবি সভাপতি আরও বলেন, ‘আমরা ভাগ্যবান জাতি যে শেখ মুজিবুর রহমানের মতো একটি বিরল নেতৃত্ব পেয়েছিলাম। যে নেতৃত্বগুণে মধুমতির পাড়ের খোকা বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু হয়ে উঠেছিলেন। তিনি একজন মানবিক বন্ধু হয়েছিলেন এবং মানবিক রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন। আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন এ পৃথিবী অন্যরকম হতো; আরও মানবিক হতো, আরও উন্নত হতো।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প এখন স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে।’
অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাজেটে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি আমাদের সামনে দৃশ্যমান। আমরা যদি তাইওয়ানকে ফলো করি, যদি কোরিয়াকে ফলো করি; আর এ জন্য আমাদের নিজস্ব মেধাকে তৈরি করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকেও প্রস্তুত করতে হবে। আমি আশা করব এ সব বিষয় যেন আরও সচেতনভাবে থাকে।’
সারাবাংলা/কেআইএফ/একে