স্ত্রীকে হত্যার কথা জানিয়ে থানায় আত্মসমর্পণ
১৬ জুন ২০২৩ ২৩:৫০
ঢাকা: রাজধানীর শ্যামপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা জানিয়ে স্বামী ফারুকুর রহমান (৩৫) থানায় আত্মসমর্পণ করেছেন। মৃতের নাম সাথী আক্তার (২১)
শুক্রবার (১৬জুন) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
সাথী বরিশাল জেলার হিজলা উপজেলার হানিফ হাওলাদারের মেয়ে। স্বামী ফারুকুর রহমানেরর সঙ্গে শ্যামপুর ডিআইটি প্লটের এক বাসায় থাকতেন।
শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) জাহাঙ্গীর শিকদার জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে সাথীর স্বামী ফারুক থানায় এসে জানান, তার স্ত্রী বাসায় মারা গেছেন। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
পরে পুলিশ গিয়ে ওই বাসায় সাথীকে মৃত অবস্থায় পায় এবং ওই নারীর স্বামীকে আটক করে।
এসআই জাহাঙ্গীর আরও জানান, ফারুক বেকার। ঘরে তাদের এক মেয়ে রয়েছে। দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় রাগের মাথায় স্ত্রীর গলা টিপে ধরে। এতে তার স্ত্রী ঘটনাস্থলে মারা যান।
সারাবাংলা/এসএসআর/একে