Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩ ১১:৫৪

উগান্ডার একটি স্কুলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় মিত্র অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এ হামলা চালিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে স্থানীয় পুলিশের বরাতে বলা হয়, শুক্রবার (১৬ জুন) রাতে কঙ্গো সীমান্তের কাছাকাছি এমপোন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিরা হামলা চালায়। তারা একটি ছাত্রাবাস পুড়িয়েছে এবং খাবার লুট করেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্থানীয় বেওয়েরা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও আটজন আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র ছিল তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকে পালিয়ে গেছে। তাদের ধরতে তাড়া করছে সেনারা।

এর আগে গত এপ্রিলে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে এডিএফ। সেসময় ইসলামিক স্টেটের আনুগত্য স্বীকার করা সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে লড়তে কঙ্গোতে সেনা পাঠায় উগান্ডা।

সারাবাংলা/আইই

উগান্ডা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর