সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি
১৭ জুন ২০২৩ ১৭:১৩
রাজশাহী: সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। নেতারা বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। হামলাগুলো সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী।’
শনিবার (১৭ জুন) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ দরিখরবোনা এলাকায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গোলাম রাব্বানি নাদিমের হত্যার সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপরে হামলা ও হত্যা করা হচ্ছে। এসব হামলা ও হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকাও লক্ষণীয়। সাংবাদিকদের ওপর হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ঘটে না। বিচার না হওয়ার কারণে হামলা বেড়েই চলেছে। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।’
সাংবাদিক নাদিম হত্যার বিচার চেয়ে বক্তারা বলেন, ‘নাদিমের যে হত্যাকারী তাদের সঠিক বিচার না হলে দেশে আরও হত্যাকাণ্ড বাড়বে। অবিলম্বে হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, সদস্য শরীফ সুমন, আরউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ দুলাল মাহবুব, সদস্য আনিসুজ্জামানসহ বিভিন্ন গণম্যাধমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক।
সারাবাংলা/এমও