Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ১৯:৫৬

বান্দরবান: রুমা উপজেলার দুর্গম সোলপি পাড়া এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর সৈনিক মোন্নাফ হোসেন রাজু (২১) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও এক সেনা সদস্য।

শনিবার (১৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় বান্দরবানের রুমা উপজেলার সোলোপি পাড়ায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর টহল দল সোলোপি পাড়া টিওবি (Temporary Operating Base) হতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে কেএনএফ এর পুঁতে রাখা আইইউডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মো. রেজাউল (২৪) গুরুতর আহত হন।

এসময় চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্হানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সৈনিক মোনাফ হোসেন রাজু মারা যান।

নিহত রাজু নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাড়াইশাল পাড়া গ্রামের মোহাম্মদ আবদুল মান্নানের ছেলে।

সারাবাংলা/এমও

আইইডি কেএনএফ সেনা সদস্য নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর