Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারেন ভোট দিতে পারিনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ২০:২৫

গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, আমার নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারেন কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারিনি। ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলেও তারা বলতে পারছেন।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির চেয়ারম্যান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি বার বার প্রমাণিত হয়েছে। যে ক’টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে, সাধারণের মানুষের ধারণা কোনো নির্বাচনই সঠিকভাবে হয়নি। ইচ্ছাকৃতভাবে ইভিএম ব্যবহারে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে। ইভিএমে কারচুপি করা হচ্ছে, বাইর থেকে লোক এনে বুথের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছে। বিভিন্ন এজেন্সির লোকজন ব্যবহার করে নির্বাচনে মানুষের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারি দলের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতি দেখাচ্ছে। তাদের কেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। সরকার সমর্থকরা নিজস্ব লোকজন এনে ভোট দেওয়ার ব্যবস্থা করছে। আমরা এখনো নির্বাচনে আছি। কারণ, কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সকল নির্বাচনে অংশ নেব। এতে আমাদের শক্তি-সামর্থ্যের মূল্যায়ন করতে পারছি। অপর দিকে দেশবাসী দেখতে পারছেন দেশের নির্বাচন ব্যবস্থা কেমন। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারেন, আমরা ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারিনি। সাধারণ মানুষ বলতে পারছেন, ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’

বিজ্ঞাপন

জিএম কাদের আর বলেন, ‘দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি। দেশ ও জাতির প্রয়োজন একটি জবাবদিহিতামূলক সরকার দরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করা সম্ভব। জবাবদিহিতামূলক সরকার না হলে টেকসই এবং জনমুখী উন্নয়ন হয় না। জবাবদিহিতামূলক সরকার না হলে দুর্নীতি, লুটপাট ও টাকা পাচার বন্ধ করা সম্ভব হয় না। তাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতেই রাজনীতি করছি।’

সংসদ সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মোস্তফা আল মাহমুদসহ আরও অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর