চট্টগ্রামে যোগ দিবসের আয়োজনে শামিল ৬০০ মানুষ
১৭ জুন ২০২৩ ২১:০১
চট্টগ্রাম ব্যুরো: ভারতের সহকারী হাই কমিশনের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নবম আন্তর্জাতিক যোগ দিবস। এতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ছয় শতাধিক মানুষ অংশ নেন।
শনিবার (১৭ জুন) বিকেলে নগরীর নেভী কনভেনশন সেন্টারে যোগ দিবসের অনুশীলনের বাংলাদেশের নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার উদত ঝা। এ বছর যোগ দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘ইয়োগা ফর বসুদেবা কুটুমবাকম’।
এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘যারা যারা এখানে এসেছেন, যোগব্যায়াম সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছেন। এটার চর্চা করলে নিজেরাও উপকৃত হবেন এবং সমাজে সর্ব্বোচ্চ ভালো প্রভাব পড়বে।’
যোগব্যায়াম ভারসাম্যপূর্ণ উপায়ে একজন ব্যক্তির অভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটায় বলে মন্তব্য করে উদত ঝা বলেন, ‘যোগব্যায়াম বিশ্বের কাছে ভারতের একটি উপহার। এটি এখন সাধারণ ঐতিহ্যে পরিণত হয়েছে। যোগের অনুশীলন তার তিনটি স্তম্ভ যথাক্রমে আসন (শরীরের ভঙ্গি), প্রাণায়াম (শ্বাসের ব্যায়াম) এবং ধ্যানযোগের মাধ্যমে মন ও শরীরকে একীভূত করে। এটি আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘একটি শান্ত, সৃজনশীল এবং তৃপ্তিপূর্ণ জীবনযাপন করার উপায় হলো যোগ। এটি উত্তেজনা এবং মানসিক উদ্বেগকে পরাস্ত করার পথ দেখাতে পারে। বিভক্ত হওয়ার পরিবর্তে, যোগ একত্রিত হয়। শত্রুতাকে এগিয়ে নেওয়ার পরিবর্তে যোগব্যায়াম একীভূত করে। দুর্ভোগ বাড়ানোর পরিবর্তে যোগ নিরাময় করে। যোগব্যায়ামের আবেদন আজ সত্যিকার অর্থে সাংস্কৃতিক ও ভাষাগত সীমানা অতিক্রম করেছে।’
কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আহমেদ শরীফ বিভিন্ন আসন ও ধ্যানের কৌশল প্রদর্শন করে সেশন পরিচালনা করেন।
সারাবাংলা/আইসি/এনএস