Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনামুল হক ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ: বস্ত্র ও পাটমন্ত্রী


১৭ জুন ২০২৩ ২২:৩২

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ব‌লে‌ছেন, ‘রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনামুল হক ভুঁইয়া ছিলেন দলের নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান একজন কর্মী। তার অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ হারিয়েছে একজন পরিশ্রমী ও ত্যাগী নেতাকে। তিনি ব্যক্তি জীবনে বিনয়ী, অল্পে তুষ্ট, পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবেই সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’

বিজ্ঞাপন

শ‌নিবার (১৭ জুন) বিকেলে এনামুল হক ভুঁইয়ার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপল‌ক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্স্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন। উপজেলার বেলদী দারুল হাদীস ফাজিল মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণসভায় উপ‌স্থিত ছি‌লেন- উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া ও মাহবুবুর রহমান মে‌হের, উপ‌জেলা আওয়ামী লী‌গের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মারফত আলী, শ্রম বিষয়ক সম্পাদক ম‌তিউর রহমান আকন্দ, সাংগঠ‌নিক সম্পাদক হা‌ফিজুর রহমান স‌জিব, জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী, বাংলাদেশ যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শা‌হিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠা‌নে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনামুল হক ভুঁইয়ার রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সা‌লের ১৭ জুন রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া। তিনি দাউদপুর ইউনিয়নের আমদিয়া এলাকার হাকিম উদ্দিন ভুঁইয়ার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর