Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ১৫:৩৪

ময়মনসিংহ: জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। এসময় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিতে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নজীব আশরাফ, জয়নাল আবেদিন, সাজ্জাতুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাসেল হোসেনসহ সাংবাদিক নেতারা।

বক্তারা নাদিম হত্যাকারিদের দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান।

সারাবাংলা/এমও

মানববন্ধন সাংবাদিক নাদিম হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর