Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের ন্যাটোতে যোগদান সহজ হবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৩ ১৭:৫৮

সামরিক জোট ন্যাটোতে যুক্ত হতে ইউক্রেনের জন্য কোনো নিয়ম শিথিল করবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর মতো একই মান পূরণ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন।

ন্যাটোর সদস্যপদ কর্ম পরিকল্পনা অনুযায়ী, প্রার্থী দেশগুলোকে সদস্যপদ পাওয়ার জন্য বিবেচনা করার আগে অবশ্যই সামরিক এবং গণতান্ত্রিক সংস্কার করতে হবে।

গত সপ্তাহে বাইডেন প্রশাসনের কিছু কর্মকর্তা দাবি করেছিলেন, ইউক্রেনের জন্য এসব মানদণ্ড কিছুটা শিথিল করার পক্ষপাতী প্রেসিডেন্ট।

কিন্তু শনিবার (১৭ জুন) যখন বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের পথ সহজ হবে কিনা, তিনি বলেন, না, কারণ তাদের একই মান পূরণ করতে হবে। সুতরাং, আমরা এটি সহজ করতে যাচ্ছি না।

ওয়াশিংটনের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাইডেন।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর