Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আঁখিকে অচেতন অবস্থায় ল্যাবএইডে আনা হয়েছিল’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ২০:৩৭

ঢাকা: সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের ‘প্রতারণা’য় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাহবুবা রহমান আঁখিকে প্রসবোত্তর রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাকের পর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

রোববার (১৮ জুন) ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১০ জুন বিকেল ৩টা ৩৯ মিনিটে মাহবুবা রহমান আঁখিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্সে আনা হয়েছিল। তার প্রসবোত্তর রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাক হয়েছিল। এরকমটি স্বাভাবিকভাবেই হতে পারে।

রোগীর শারীরিক অবস্থা তুলে ধরে চৌধুরী মেহের-এ-খোদা জানান, ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তিনি বলেন, ‘রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সে অনুযায়ী চিকিৎসা অব্যাহত ছিল।’

ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘রোগীর ইউরিন আউটপুট বন্ধ থাকায় ডায়ালাইসিস প্রদান করা হচ্ছিল। সকল প্রকার প্রচেষ্টার পরও রোগীর কোনো প্রকার উন্নতি পরিলক্ষিত হয়নি। আজ দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।’

তিনি জানান, অবস্থার উন্নতি না হওয়ায় গত ১২ জুন ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সব প্রচেষ্টার পরও রোগীর কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি।

বিজ্ঞাপন

এর আগে, রোববার দুপুর ১টা ৪৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ল্যাবএইড হাসপাতালে আঁখি মারা যান বলে জানান মেহের-এ-খোদা।

সারাবাংলা/এসবি/একে

আঁখি ল্যাবএইড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর