Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ২৩:২৫

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়েছে। দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে। দেশে ১০ শতাংশ (দেড় কোটি) মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে স্থূলতার হার বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে এ হার বেশি। দেশে এক কোটি শিশু স্থূলতায় ভুগছে।

রোববার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেন্টার কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সাড়ে চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশ জানেনই না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন।

দেশে এক কোটি শিশু স্থূলতায় ভুগছে জানিয়ে তিনি বলেন, ‘জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে স্থূলতার হার বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে এ হার বেশি।’

তিনি বলেন, ‘বায়ু দূষণ, খাদ্যে ভেজালের কারণে পেটের পীড়া, এমনকি ক্যানসারও হয়। তামাকজনিক কারণে, মাদকের কারণে অনেক লোক মৃত্যুবরণ করে। যদিও তামাকের ব্যবহার আশাব্যঞ্জক হারে কমেছে।’

জাহিদ মালেক বলেন, ‘সাপের কামড়ে বছরে সাড়ে সাত হাজার মানুষ মারা যায়। এ বিষয়ে সচেতন হতে হবে।’

এখন পর্যন্ত ৩০০টি উপজেলায় নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘পর্যায়ক্রমে সব উপজেলায় এই কর্নার হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক টিটু মিয়াসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর