‘রোগী বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে ব্যবস্থা’
১৮ জুন ২০২৩ ২৩:৪৬
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রোগীদের দৃষ্টি আকর্ষণ করা থেকে বিরত থাকতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। রোববার (১৮ জুন) হাসপাতালটির পরিচালক ডা. এম. এ. বি. সিদ্দিকের সই করা এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা সম্পূর্ণ অনৈতিক ও মেডিকেল ইথিক্স পরিপন্থী।
নির্দেশনায় আরও বলা হয়, এই ধরনের কোনো কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমেও হলে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হসপিটাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
অবগতির জন্য নোটিশের অনুলিপিটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান ডা এম. এ. কাশেমসহ উপ-পরিচালক, সহকারী পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
সারাবাংলা/এসবি/পিটিএম