শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অ্যান্টনি ব্লিনকেন
১৯ জুন ২০২৩ ১৬:২৩
বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দিনের উচ্চপর্যায়ের সফরে চীনের শীর্ষ কূটনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে ১০ ঘণ্টার বেশি বৈঠক করেছেন ব্লিনকেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা শি সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্লিনকেনের সঙ্গে দেখা করেন।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে গুরুতরভাবে টানাপোড়েন যাতে সংঘর্ষে রূপান্তরিত না হয় তা নিশ্চিত করাই ব্লিনকেনের এ সফরের লক্ষ্য। প্রায় পাঁচ বছর পর চীনে মার্কিন কর্মকর্তার টানাপড়েন পর্যায়ের সফর এটি।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আশা করছেন, এই সফর ওয়াশিংটন ও বেইজিং সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও আরও স্থিতিশীলতা আনবে।
এর আগে রোববার (১৮ জুন) বেইজিংয়ে পৌঁছান অ্যান্টনি ব্লিনকেন। দুই দিনের সফরের শুরুতে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সাড়ে সাত ঘণ্টা দীর্ঘ এক বৈঠক করেন। পরদিন সোমবার সকালে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর ওয়েং ই’র সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন।
সারাবাংলা/আইই