Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে তামাক চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ১৬:২৪

ঢাকা: তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাকচাষিদের সরকারি কৃষি ঋণ দেওয়াসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।

সোমবার (১৯ জুন) রংপুর কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করে তারা।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হল- বিড়িতে অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করা, তামাক চাষিদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকো কোম্পানির সুদের ব্যবসা বন্ধ করা এবং বিদেশে তামাক রফতানি বন্ধ না করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন তামাক চাষি ও ব্যবসায়ী সমিতির আহবায়ক জামিল আক্তার।

মানববন্ধনে বক্তব্য দেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম-সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, শ্রমিক নেতা লুৎফর রহমান এবং তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির নেতারা।

মানববন্ধন শেষে রংপুর কর কমিশনার শাহীন আক্তার হোসেনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

সারাবাংলা/ইএইচটি/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর