Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতের নৌবাহিনীর জাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ১৯:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতের নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’।

সোমবার (১৯ জুন) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। এসময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজের নেতৃত্বে জাহাজটিকে স্বাগত জানানো হয়। রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে। ভারতের হাইকমিশনের প্রতিনিধিও এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ভারতের জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘আবু বকর’ অভ্যর্থনা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১০ মিটার দৈর্ঘ্যের ভারতীয় জাহাজটিতে ২০ জন কর্মকর্তা, ১৭১ জন নাবিক ও ৫ জন বেসামরিক সদস্য আছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার আরজিত পান্ডে।

সফরকালীন ভারতীয় জাহাজের অধিনায়ক আরজিত পান্ডে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা ঈসাখান ঘাঁটি, নেভাল একাডেমি, স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) পরিদর্শন করেন।

এছাড়া তারা নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

বুধবার (২১ জুন) বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষে বন্দর জেটিতে নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে থাকা অবস্থায় ইয়োগা চর্চার উপকারিতা সর্ম্পকে আলোচনা ও প্রয়োগিকভাবে অনুশীলনে অংশ নেবেন তারা। জাহাজটি বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

জাহাজ নৌবাহিনী বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর