শেখ হাসিনাকে ইউক্রেন প্রধানমন্ত্রীর ফোন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ২০:৪৩
১৯ জুন ২০২৩ ২০:৪৩
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস সেমিহাল।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর সহকারী শিক্ষক সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফোনালাপে সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেন মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার দেশের সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী ইউক্রেন থেকে খাদ্য শস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ চায় বিদ্যমান যুদ্ধের অতি দ্রুত অবসান হোক- যেন বিশ্বের ‘ব্রেড বাস্কেট’ খ্যাত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।’
সারাবাংলা/এনআর/একে