Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু, যাত্রীর চাপ কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৩ ১৪:০২

বরিশাল: ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীচাপ তেমন নেই, মোটামুটি ফাঁকা রয়েছে কাউন্টারগুলো।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টায় বরিশাল নদী বন্দরে কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

যাত্রীরা জানান, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবারসহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে। নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মোবাইলে নেওয়া হচ্ছে বুকিং। আগামী ২৬ জুন থেকে বরিশাল-ঢাকা দুই প্রান্ত থেকে আটটি করে প্রতিদিন ১৬টি লঞ্চ চলাচল করবে।

লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘দুর্ঘটনা এড়াতে ঈদের পাঁচ দিন আগে ও পরে নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবি তোলা হয়েছে। সব দাবি মেনে নিয়েছেন তারা। আশা করছি সুন্দর একটি ঈদ আমরা যাত্রীদের উপহার দিতে পারব।’

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, ‘আষাঢ় মাসে ঈদ হওয়ায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

আগাম টিকিট লঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর