Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্যমন্ত্রীর বিরুদ্ধে ভিডিও, এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৩ ১৫:৪২

চট্টগ্রাম ব্যুরো: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং তার পরিবারের সদস্যদের কথিত দুর্নীতির তথ্য দিয়ে ভিডিও আপলোডের অভিযোগে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায়ও ওই ইউটিউট চ্যানেলের এডমিন মার্কিন প্রবাসী ইউটিউবার নাজমুস সাকিবসহ সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হওয়া ওই মামলায় ভিডিও লাইক, শেয়ার এবং এতে কমেন্ট করা সামাজিক যোগাযোগ মাধ্যম (ইউটিউব-ফেসবুক) ব্যবহারকারীদেরও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুন) তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরুল করিম বাদী হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেছেন।

বাদীর আইনজীবী বিশেষ পিপি নিখিল কুমার নাথ সারাবাংলাকে জানিয়েছেন, আদালত মামলা গ্রহণ করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া ইউটিউব ও ফেইসবুক থেকে ভিডিওটি প্রত্যাহারের জন্য বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আদালত।

চারদিন আগে ‘নাগরিক টিভি’ নামে ফেসবুক-ইউটিউব পেজে তথ্যমন্ত্রীর কথিত দুর্নীতির ভিডিওটি আপলোড করা হয়। এ ঘটনায় নাগরিক টিভির অ্যাডমিন মার্কিন প্রবাসী ইউটিউবার নাজমুস সাকিবসহ সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন এইচ এম কামাল, আজাদ শাহাদাত, সানি প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খোন্দকার ইসলাম এবং হাজী হারুন রশিদ।

‘নাগরিক টিভি’র ওই ভিডিওতে লাইক, কমেন্টস দেওয়া ও শেয়ার করা ব্যক্তিরা আসামি হবেন বলে মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেছেন। ভবিষ্যতে যারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন তারাও আসামির তালিকা থেকে বাদ যাবেন না। সবার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২), ২৬(২), ২৯(১) এবং ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।

বিজ্ঞাপন

নাগরিক টিভির ফেসবুক পেইজে দেখা যায়, লাইক, কমেন্ট, শেয়ার মিলিয়ে ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন লাখ খানেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। সে হিসেবে মামলার আসামি লক্ষাধিক মানুষ।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর একাংশ থেকে নির্বাচিত তিনবারের সংসদ সদস্য। দ্বিতীয় দফায় তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে বক্তব্য-বিবৃতি দেন তিনি।

সম্প্রতি নাগরিক টিভি নামের ইউটিউব চ্যানেলে হাছান মাহমুদ ও তার দুই ভাই খালেদ মাহমুদ এবং এরশাদ মাহমুদকে জড়িয়ে একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিও আবার নাগরিক টিভি’র ফেসবুক পেইজ থেকে শেয়ার করা হয়।

মামলার বাদী এমরুল করিম এজাহারে উল্লেখ করেছেন, ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে তথ্যমন্ত্রী ও তার ভাইদের ছবি ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হয়েছে। হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করা হয়েছে।

এর আগে, সোমবার (১৯ জুন) রাতে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে নগরীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অনলাইনে ভিডিও, মামলায় লাখো আসামি

সারাবাংলা/আরডি/ইআ

কথিত দুর্নীতি ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী নাগরিক টিভি সাইবার ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর