।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: কমিটি পাওয়ার দাবি নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য ড.গৌতম বুদ্ধ দাশের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের একদল কর্মী। তাদের দাবি, ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায় থেকে কমিটি চূড়ান্ত করা হলেও উপাচার্যের বাধার কারণে সেটি আটকে গেছে।
বৃহস্পতিবার (১০ মে) দুপুর ১টার দিকে ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা এসময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেওয়ার দাবি তুলে এবং উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান সারাবাংলাকে বলেন, কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় উপাচার্য স্যার সেখানে ছিলেন না। তিনি বাসায় আছেন জানতে পেরে ২০-৩০ জন কর্মী সেখানে যান এবং বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এক পর্যায়ে উপাচার্য স্যার বাসা থেকে বের হয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তারা সেখান থেকে সরে যান।
উপাচার্য গৌতম বুদ্ধ দাশ সারাবাংলাকে বলেন, আমি তো ছাত্রলীগের কমিটি দেওয়ার কেউ না। শুধু শুধু আমার বাসার সামনে এসে কয়েকজন স্লোগান দেওয়া শুরু করেছিল। আমি তাদের বলেছি, তোমরা কমিটি নিয়ে আস। আমার কোন আপত্তি নেই।
রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিগত বিএনপি সরকারের আমলে যাত্রা শুরু করেছিল এই বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন সময় ছাত্রলীগ সেখানে কর্মকাণ্ড চালালেও সাংগঠনিক কোনও ভিত্তি ছিল না। এই প্রথম সেখানে ছাত্রলীগের কমিটি করার তোড়জোড় শুরু হয়েছে।
সিভাসুতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত পায়েল দত্ত সারাবাংলাকে বলেন, রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলা হলেও আমরা অতীতে এখানে শিবিরের কর্মকাণ্ড দেখেছি। বিভিন্ন ছদ্মনামে সংগঠিত হয়ে শিবির এই ক্যাম্পাসকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা ছাত্রলীগের কর্মকাণ্ড শুরুর পর শিবিরকে হটিয়ে দিয়েছি। আমরা মনে করি, এই ক্যাম্পাসে ছাত্রলীগের শক্ত অবস্থান থাকলে মৌলবাদী চক্রকে প্রতিরোধ করা সহজ হবে। কিন্তু ভিসি স্যার বিভিন্ন অজুহাতে ছাত্রলীগের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন।
সারাবাংলা/আরডি/ টিএম