Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির হল বন্ধের তারিখ পরিবর্তন

ইবি করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ১৪:৫০

ইবি: পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

বুধবার (২১ জুন) প্রভোস্ট কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনকে অনিবার্য কারণ উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।

এদিকে, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গত সোমবার (১৯ জুন) প্রভোস্ট কাউন্সিলের সভায় ক্যাম্পাস বন্ধের দুইদিন আগেই অর্থাৎ ২২ জুন থেকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ২৪ জুন (শনিবার) থেকে ৫ জুলাই (বুধবার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ (বৃহস্পতিবার ও শুক্রবার) জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৮ জুলাই (শনিবার) থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর