Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. সংযুক্তার ‘মানহানিকর বক্তব্য’ প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৩ ১১:২৮ | আপডেট: ২২ জুন ২০২৩ ১৪:৩৬

ঢাকা: সেন্ট্রাল হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডা. সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে ১৪ জুন অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী।

তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন তাদের নবজাতক সন্তানও। এ ঘটনায় ওইদিনই ধানমন্ডি থানায় ছয়জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী।

ওই ঘটনায় ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। পরদিন তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের জামিন আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত ২০ জুন নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন সংযুক্ত সাহা। তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে আমি ভাবতেও পারিনি। এ ঘটনার আগে আমি ছিলাম হাসপাতালের গর্ব। নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। আমি আপামর জনগণেরই একজন লোক। আমি হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম সামাজ্য রক্ষার সাথে সহজ লক্ষ্যে পরিণত হয়ে গেছি। আজও যদি আমরা এ অনিয়ম সামাজ্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমার বিরুদ্ধে ওনাদের বোনা ধুম্রজালে আবদ্ধ থাকি, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার পরিশুদ্ধিকরণের হাত থেকে আরও একবার মুখ থুবড়ে পড়ে থাকবে।

বিজ্ঞাপন

এদিকে, ১৮ জুন দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখিও।

সারাবাংলা/এআই/ এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর