Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর চিনির দাম বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৩ ১৪:৩৫

ঢাকা: আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় আমদানি খরচ বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ঈদের পর চিনির দাম সমন্বয় করা হবে। এতে চিনির দাম কিছুটা বাড়তে পারে। আমাদের দেশের ৯৯ শতাংশ চিনিই আমদানি নির্ভর। ফলে আমদানি খরচ বেড়ে গেলে দাম সমন্বয় করতে হয। তবে ঈদের আগে দাম বৃদ্ধি বা কমা নিয়ে আর বসার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ট্যারিফ কমিশনের হিসাব মতে বিশ্ব বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানিতে খরচ বেশি হচ্ছে। তবে এখনই চিনির দাম বাড়াতে চাই না। ভোক্তা অধিকারকে বলবো তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। কেউ ঈদের আগে অতিরিক্ত দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চেষ্টা আছে চিনির দামের ওপর ভ্যাট কমানো হবে।’

আয়ুর্বেদিকের উপকারিতার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ছোটবেলায় মা বলতেন কালোজিরা বেটে ভাতের সঙ্গে খেতে। এতে শরীর ভালো থাকে। হাজার হাজার বছর ধরে লতাপাতা দিয়ে চিকিৎসা করে আমাদের পূর্ব পুরুষেরা সুস্থ থেকেছেন। আমাদের হাজার বছরের চিকিৎসার ইতিহাসে আয়ুর্বেদিকের সম্পৃক্ততা রয়েছে। এ খাতে সামনে অনেক সম্ভাবনা আছে। অ্যান্টিবায়োটিক খেতে খেতে এক সময় আমাদের শরীর অকেজো হয়ে পড়বে। এর বিপরীতে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিই বেশি উপকারি।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আয়ুর্বেদ নিয়ে ব্যাপক প্রচারণা করার প্রয়োজন আছে। আমরা প্রচারে অনেক পিছিয়ে আছি। মানুষ যেন এটি ব্যবহার করতে শুরু করেন। এটা নিয়ে গবেষণা করারও প্রয়োজন আছে। এতে আমাদের অ্যান্টিবায়োটিক নির্ভরতা কমবে। দেশের ফরেন কারেন্সিতেও পরিবর্তন আসবে।’

সারাবাংলা/জিএস/ইআ

চিনির দাম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর