‘তখন সারাদেশের গাধা এলো মন্ত্রী হতে’
২২ জুন ২০২৩ ২১:৫৩
ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জাতীয় সংসদে গাধার গল্প শোনালেন। ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের ‘ভুলত্রুটি’ তুলে ধরেন। একপর্যায় তিনি মুক্তিযোদ্ধাদের খেতাব প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘যারা মুক্তিযদ্ধে পাকবাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছেন। আবার যিনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছেন তিনিও বীর মুক্তিযোদ্ধা। এটি নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যেই সমালোচনার ঝড় বইছে।’
তার এই বক্তব্যের আগে আওয়ামী লীগকে তিন তিনবার ক্ষমতায় বসানোর জন্য জাতীয় পার্টির অবদানের কথা তুলে ধরেন। এ সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য মৃদু হৈচৈ করলে মুজিবুল হক উত্তেজিত হয়ে বলেন, ‘আপনাদের একজন সাবেক এমপির গোডাউন থেকে ৭শ কোটি টাকার সার উদ্ধার করা হয়েছিল।’
এরপরই মুজিবুল হক চুন্নু সংসদে গাধার গল্প বলার জন্য স্পিকার ড. শিরীন শারমিনকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্পিকার আমি একটি গল্প বলে আমার বক্তব্য শেষ করছি। গল্পটি হলো– এক দেশের এক রাজা ছিল। তিনি শিকারে যাবেন। এসময় রাজা তার পরিবেশমন্ত্রীকে ডেকে বললেন, এই মন্ত্রী, বল তো বৃষ্টি হবে কি না? মন্ত্রী জবাবে বলল, না রাজা মশায়। বৃষ্টি হবে না।
রাজা তখন শিকারের উদ্দেশে রওয়ানা হলেন। পথে দেখা হয় ধোপার সঙ্গে। ধোপা রাজাকে বলল, রাজা মশায় বনে যাবেন না। বৃষ্টি হবে কিন্তু।
ঠিকই বৃষ্টি হলো। এসময় রাজা ওই ধোপাকে নিয়ে মন্ত্রী বানালো। আর আগের মন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিল।
পরে একদিন রাজা ধোপার কাছে জানতে চান তুমি কী করে জানলে বৃষ্টি হবে? ধোপা জবাবে রাজা মশায়কে বলল আমি জানি না। আমার গাধা জানে। রাজা জানতে চাইলেন, গাধা কী করে জানে?
জবাবে ধোপা রাজাকে বলল, রাজা মশায় আমার গাধা কান নাড়ালে বৃষ্টি হয়।
তখন রাজা বলল, আমি তা হলে ওই গাধাকে মন্ত্রী বনাব। তখন সারাদেশের গাধারা এলো মন্ত্রী হতে।
এভাবেই সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গাধার গল্পের মাধ্যমে সরকারের মন্ত্রীদের উপহাস করেন মুজিবুল হক চুন্নু।
সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার এই গল্পে আপনারা সিরিয়াস হবেন না। তবে আমি দুঃখ থেকে গল্পটি বলেছি।’
সারাবাংলা/এএইচএইচ/একে