Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপ চালক হত্যা: ২ আসামির দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৩ ২০:০৭

ঢাকা: হাজারীবাগে পিকআপ চালক আসাদুলকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর আরেক আসামির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৩ জুন) তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আসামি অনিক হাসান ও সজল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং মো. কাউছারকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মধু সুদন মজুমদার।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত অনিক হাসান ও সজল মিয়ার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। একই আদালত আসামি কাউছারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ থেকে জানা যায়, আসাদুল ইসলাম পিকআপ গাড়ির ড্রাইভার ছিলেন। গত ১৩ জুন গাড়ি চালানো শেষ করে রাত ১১টার দিকে হাজারীবাগ থানাধীন আরএস পাম্পের পূর্বদিকে সাবিনা ট্যানারির উত্তর পাশে খালপাড় দিয়ে বাসায় যাবার সময় অজ্ঞাতনামা আসামি ধারালো ছুরি দিয়ে আসাদুলের বুকে আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন আসাদুল মারা যান। ওই ঘটনায় ১৯ জুন আসাদুলের বাবা মোন্নাফ মিয়া বাদী হয়ে হাজারীবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এনএস

পিকআপ চালক হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর