Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৩ ২০:২৮

ঢাকা: আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৩-২০২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান।

শুক্রবার (২৩ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হয়।

বিজ্ঞাপন

ল’ রিপোর্টার্স ফোরামের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসভাপতি পদে প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, দফতর সম্পাদক পদে সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দৈনিক মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এসএম শাকিল আহমেদ এবং সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

শুক্রবার নির্বাচনের আগে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর