চুয়াডাঙ্গা সীমান্তে ১১টি সোনার বারসহ আটক এক
২৪ জুন ২০২৩ ১৯:৩৭
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে সোনার বারসহ তরিকুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ১১টি অবৈধ সোনার বারসহ তাকে আটক করা হয়। তরিকুল একই উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনাপাচার করা হবে, এমন সংবাদে বিজিবি অভিযানে যায়। এ সময় একজনকে তল্লাশি করে ১১টি ছোটবড় অবৈধ সোনার বার (৮১৬ গ্রাম) ও ১টি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর তাকে আটক করে ওই অবৈধ সোনার বারগুলো এবং মোবাইল ফোনটি জব্দ করা হয়।
বিজিবির নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় চোরাকারবারি তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে। জব্দ করা সোনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হয়েছে।
সারাবাংলা/এমও