Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ১৬:৩০

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে ধনবাড়ি উপজেলার বাজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ধনবাড়ি উপজেলার পচনখালি গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে অন্তর (১৬)।

স্থানীয়রা জানায়, ধনবাড়ির বাহিদপুর এলাকায় দুপুর ১২টার দিকে প্রচণ্ড গতিতে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন দৌড়ে এসে লাশ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইআ

২ মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর